মোঃ রইস উদ্দিন(রিপন)স্টাফ রিপোর্টার
জল্পনা কল্পনার শেষে ২৮ শে অক্টোবর শনিবার বিএনপি জামাতের সাথে সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন বলে জানা গেছে।তাৎক্ষণিক পুলিশ কনস্টেবলের নাম পরিচয় জানা যায়নি।ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ফারুক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশের মুখপাত্র জানান-নিহত কনস্টেবলকে মাথায় দাঁড়ালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।দুপুর ২ টার পরপর এই ঘটনাটি ঘটেছে।পুলিশ কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।নিহত কনস্টেবল পুলিশ সদস্য দৈনিক বাংলার মোড়ে দায়িত্ব পালন করছিলেন।বিএনপি জামাতের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পুলিশের।নিহত পুলিশ কনস্টেবল সদস্যের মাথায় আঘাতের চিহ্ন এবং পোশাক ছেড়া অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন,ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।