দূর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেএকোনা।
ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে। শনিবার আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার এই গুণী শিল্পী।
সাংস্কৃতিক সন্ধ্যায় তার গান মুগ্ধ হয়ে শুনেছেন এই সম্মেলনে আগত দেশী-বিদেশী ব্যবসায়ী,সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তারা বারবার করতালিতে অভিবাদন জানিয়েছেন শিল্পীকে। আরজ আলী তার চিরচেনা একতারা হাতে মঞ্চে নিজস্ব ঢঙে গান পরিবেশন করেন।
শেকড়ের এই শিল্পীকে পেয়ে অতিথিরা বেশ অভিভূত হন। মঞ্চে যতক্ষণ ছিলেন ততক্ষণই উপস্থিত দর্শকদের মাতিয়েছেন তিনি।
শিল্পী আরজ আলীকে রাজকীয় সম্মান দিয়ে বিশেষ বাহনে করে মঞ্চে আনা হয়। এসময় সকলের মনযোগের কেন্দ্রবিন্দু হয়ে যান আরজ আলী।
দেশের বড় মঞ্চে সংগীত পরিবেশন করায় শিল্পী আরজ আলী এখন প্রশংসায় ভাসছেন। চারদিক থেকে তার শুভাকাঙ্ক্ষীরা প্রশংসা বাক্যে তাকে অভিবাদন জানাচ্ছেন। তারা এই উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। গানকেই ধ্যানজ্ঞান করা আরজ আলী যেন ভালো থাকতে পারেন,তার অভাব যেন ঘুচে যায় সেই উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সকলে।