ঢাকাWednesday , 28 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট।

    দেশ চ্যানেল
    August 28, 2024 7:56 am
    Link Copied!

    মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।বুধবার ভোরবেলা হতে ঢাকা চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়,পরবর্তীতে বেলা বাড়তে থাকলে গাড়ি বিশৃংখলার কারণে ঢাকা মুখী লেনেও তীব্র যানজটের সৃষ্টি হয়।উভয় দিক থেকে আসা যাওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে বিপাকে পড়ে অফিস,গার্মেন্টস,শিক্ষার্থী,ব্যবসায়ী সহ কর্মজীবী লোকজনেরা।

    সরেজমিনে গিয়ে দেখা যায়-নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়।যাত্রীদের কাছে উপচে পড়া ভিড়ের কারণ জানতে চাইলে তারা দেশ চ্যানেলকে জানায়-আমরা সঠিক সময়ে বাসা থেকে বের হয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আসার পর দেখি তীব্র যানজট।অনেক যাত্রীরা বলেন প্রায় দুই ঘন্টা ধরে বাসের টিকেট কেটে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছি।ঢাকাগামী সোনারগাঁয়ের দোয়েল ও স্বদেশ পরিবহনের কাউন্টারে জিজ্ঞেস করা হলে তারা বলেন ভোরবেলা হতেই যানজটের সৃষ্টি হয়েছে।তীব্র যানজটে থাকা কয়েকজন বাস ও ট্রাক চালকের সাথে কথা হলে তারা দেশ চ্যানেলকে জানায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা হতে সোনারগাঁয়ে আসতে প্রায় ৬ ঘণ্টার মতো সময় লেগেছে।

    বিজ্ঞাপন

    চালকদের কাছে তীব্র যানজটের কারণ জানতে চাইলে তারা কারণ হিসেবে কিছু বলতে পারেনি।পরবর্তীতে আরো খোঁজ খবর নিয়ে জানা যায়-ঢাকা-চট্টগ্রাম রোডর উভয় মুখী লেনে সোনার গাঁয়ের মেঘনা হতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণে সোনার গাঁয়ে বসবাসরত কর্মজীবী লোকজনেরা মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি,চৈতি শিল্পাঞ্চল,মদিনা গ্রুপ,মোনায়েম গ্রুপ,বসুন্ধারা গ্রুপ,মেঘনা পাওয়ার প্লান্ট সহ বিভিন্ন কর্ম প্রতিষ্ঠানে পায়ে হেঁটে যেতে দেখা যায়।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি সময় মত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি।জরুরী সেবার এম্বুলেন্স রোগী নিয়ে তীব্র যানজটের মধ্যে হাসপাতালে পৌঁছাতে পারছেন না।তীব্র যানজটের মধ্যে আরো দেখা যায় রেমিটেন্স যোদ্ধা সৌদি প্রবাসী ছুটি শেষে সৌদি আরবে যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকে রওনা হয়েছেন,কিন্তু পথের মধ্যে যানজটে পড়ে সময় মত এয়ারপোর্টে যেতে পারছেন না।তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন সোনারগাঁয়ের বাজার ব্যবসায়ীরা,তারা জানায় সময় মত কাঁচা তরকারি বাজারে না পৌঁছার কারণে আমরা ব্যবসা করতে পারিনি,মাছ,মুরগি,ডিম ও ফলের ব্যবসায়ীরা বলেন একই বাক্য।তীব্র যানজটের কারণে সোনারগাঁয়ের শাখা রোডগুলোতে পড়ে যানজটের প্রভাব,ছোট ছোট তিন চাকার যানে করে অনেকে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য চেষ্টা করছে।এক কথায় দীর্ঘ প্রায় ১৮ কিলোমিটার তীব্র যানজটের কারণে শ্রমজীবী মানুষেরা পড়েছেন বিপাকে।কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পুলিশের পরিদর্শক টি আই আবু নাঈম দেশ চ্যানেলকে বলেন-যানজট বর্তমানে আরো তীব্র আকার ধারণ করেছে।তবে কি কারণে যানজটের সৃষ্টি হয়েছে সেটা এখনো আমরা জানতে পারিনি।তবে যানজট নিরসনে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST