মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি আগমন ফিলিং স্টেশনের বিপরীতে,সোনিয়া ল্যাবরেটরীর নির্মাণাধীন মসজিদ সংলগ্ন এলাকায় এক বৃদ্ধ গাড়ি চালকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ।শনিবার ভোরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিতে কর্মরত লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার পথে একটি অজ্ঞাত নামা লাশ দেখতে পেয়ে স্থানীয় থানা পুলিশকে অভিহিত করেন।তাৎক্ষণিক খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের এসআই নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধ গাড়ি চালকের লাশ উদ্ধার করেন।
এসআই নাঈমুল ইসলাম জানান বৃদ্ধ গাড়ি চালকের নাম পরিচয় পাওয়া গেছে।বৃদ্ধ গাড়ি চালকের নাম মোঃ হানিফ(৬০) পরিচয়পত্র নম্বর ১৯৪৩৬৪৭২৩৮,তিনি লক্ষ্মীপুরের মৃত কেরামত আলী ও মাতা শামসুন্নাহারের ছেলে।মৃতের পরিবার সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের গুলশান নর্দা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।পরিবারে তার স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রয়েছে।পেশায় রাজিব একজন ড্রাইভার,তিনি গুলশান এলাকার আনোয়ার মিয়ার গাড়ি ঢাকা মেট্রো গ-২৫৪৭৭১ভাড়া নিয়ে চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন।আনুমানিক রাত ১০টার দিকে স্ত্রী হানিফ মিয়াকে ফোন করলে তিনি জানান এয়ারপোর্ট হতে যাত্রী নিয়ে তিনি কুমিল্লার দিকে যাচ্ছেন এবং এখন তিনি নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় জ্যামের মধ্যে রয়েছেন।পরবর্তীতে গভীর রাতে আবার ড্রাইভার হানিফ মিয়ার একাধিক নাম্বারে মোবাইলে তার স্ত্রী দ্বিতীয়বার ফোন করলে,মোবাইল আর রিসিভ করেননি।পরবর্তীতে ড্রাইভার হানিফ বাড়িতে না ফিরায় তার পরিবারের সকলে চিন্তায় থাকেন।গাড়ির মালিক আনোয়ার হোসেন বলেন তার ভাড়ার ড্রাইভার হানিফ গাড়ি নিয়ে বাড়িতে না আসায় শনিবার ভোর বেলায় ড্রাইভারকে ফোন করলে ফোন রিসিভ করেনি।
নিহতের এক নিকট আত্মীয় জানান শনিবার ভোর বেলা আনুমানিক ৭ ঘটিকার সময় মৃত হানিফ মিয়ার মোবাইল হতে তার মামার মোবাইলে ফোন করলে,তার মামা ড্রাইভার হানিফের পরিবারকে তার মৃত্যুর ঘটনা জানান।পরবর্তীতে সকাল ১০ ঘটিকার দিকে পরিবার ও নিকট আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছালে মৃত হানিফ মিয়াকে তারা সনাক্ত করেন।মৃত ড্রাইভার হানিফ মিয়ার স্ত্রীর সাথে কথা হলে তিনি জানান পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ(ওসি)এমএ বারী জানান-শনিবার ভোরবেলা থানায় জানালে তাৎক্ষণিক আমি সহ আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হই।ঘটনাস্থলে প্রাথমিকভাবে জানা যায় মৃতের শরীরে পায়ে,পেটে ও ঘাড়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে জখম করে খুন করে তার গাড়িটি নিয়ে গেছে।মৃত ড্রাইভার হানিফকে সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি আরো বলেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার প্রাইভেট কার উদ্ধার ও সকল ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে খুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।