ঢাকাThursday , 15 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

দেশ চ্যানেল
May 15, 2025 11:36 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

ঢাকা-চট্টগ্রাম সড়ক ও জনপথের(সওজ)পাশে অবৈধভাবে দখল করা ফলের দোকান,পান দোকান,চায়ের দোকান,ঔষধের দোকান,মিষ্টির দোকান,জুতার দোকান,ফাস্টফুডের দোকান,কাঁচা বাজারসহ আরো বিভিন্ন ধরনের প্রায় তিনশত অবৈধ স্থাপনাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সোনারগাঁও উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত,উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।উচ্ছেদ অভিযানটি পরিচালনার নেতৃত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।তিনি জানান,প্রায় দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবৈধভাবে বিভিন্ন ধরনের দোকান বসিয়ে পথচারীদের চলাচলের অযোগ্য করে গড়ে তুলেছে।ফলে জায়গা অপর্যাপ্তের কারণে গাড়ি চালকেরা এলোমেলো ভাবে গাড়ি পার্কিং করাতে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা মালিকদের কয়েকবার নোটিশের মাধ্যমে অভিহিত করলেও তারা কোন কর্ণপাত করেনি।তাই আমরা বাধ্য হয়ে আইনগতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করি।উচ্ছেদ অভিযান পরিচালনায় উপজেলার আরো প্রায় কয়েকশত দোকান মালিককে নোটিশের মাধ্যমে অভিহিত করা হয়েছে। যদি তারা কর্ণপাত না করে,তাহলে পরবর্তীতে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ মোরশেদ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মনজুরুল মোরশেদ ও সেগুফতা মেহনাজ,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলাম,স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক ও স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST