মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্ট্যান্ডে ফিলিস্তিনে ইসরাইলী নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মাদারীপুরের কালকিনির ভূরঘাটায় খাঞ্জাপুর তাওহীদি জনতা ও আলেম ওলামাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ(৭ এপ্রিল) সোমবার আসর নামাজের পরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আমিনুল ইসলাম, মুফতি ফেরাদাউসুর রহমান, মাওলানা হোসাইন আহম্মেদ,মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা মিরাজুল ইসলাম, মাওলানা সোলেমান সহ ইসলাম প্রিয় তাওহীদি জনতা।
বক্তরা বলেন, আমরা একজন মুসলিম হয়ে আমার মুসলিম মা বোনদের উপর বর্বরোচিত হামলা ও গনহত্যা মেনে নিতে পারি না। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ন্যায় গর্জে উঠতে হবে।আমাদের দেশে ইসরাইলী যে সমস্ত পন্য রয়েছে তা বয়কট করতে হবে এবং কোন পন্য দোকানে বিক্রয় করতে দেয়া হবে না। তা ভেঙে গুড়ি দিতে হবে।
পরে ফিলিস্তিনের রাষ্ট্রের মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।