মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি:
দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রবিবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলা বিএনপি, জামায়াত, যুবদল, ছাত্রদল ও শিবির নেতা কর্মীরা মোটরসাইকেল শ্লোডাউন সহ লাটি হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
মোটরসাইকেল নিয়ে পিকেটিংয়ে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু ও যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া সহ জামায়াত, শিবির, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি দূরপাল্লার বাস চলাচল করলেও যাত্রী সাধারণ একে বারে কম ছিল। এমনকি রাস্তায় ট্রাক, মাইক্রো, কার খুব কম সংখ্যাক দেখা যায়। তবে, আঞ্চলিক সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা যায়। এদিকে, বিএনপি-জামায়াতের এ অবরোধ কর্মসূচিকে ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে কটুর অবস্থানে রয়েছে থানা পুলিশ। সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা।
চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করছে তারা।
এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে পুলিশ। নিয়মিত টহল দিচ্ছে র্যাব। এ রিপোর্ট লিখা পর্যন্ত হবিগঞ্জের নবীগঞ্জে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।