তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গতকাল মনপুরা ছাত্রদল নেতার কবর জিয়ারত শেষে আজ সোমবার মনপুরা থেকে তজুমদ্দিন হয়ে ঢাকা ফেরার পথে তার সাথে সংবর্ধনার সময় যুবদল নেতার নেতৃত্বে অতর্কিত হামলার অভিযোগ এসেছে।
আহত স্বেচ্ছাসেবক দলনেতা সেলিম পন্ডিত জানান, নুরুল ইসলাম নয়ন ভাই মনপুরা থেকে তজুমদ্দিন হয়ে ঢাকা ফেরার পথে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা মিছিল নিয়ে তাকে লঞ্চঘাট থেকে রিসিভ করেন।পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তজুমদ্দিন মধ্য বাজারে নুরুল ইসলাম নয়ন ভাই বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি যাওয়ার পথে আহমদ ভবনের সামনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন পৌছালে তার সাথে তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলহাজ্ব সাইদুর রহমান রিপন করমর্দন করতে আসলে তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা হাসান সাফা পিন্টু ধাক্কাতে থাকেন। তারপর সেলিম পন্ডিতকে মারতে মারতে মাটিতে লুটিয়ে ফেলেন, লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাথা ফাটিয়ে ফেলেন এবং ঘটনাস্থলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে নেতাকর্মীরা এসে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। আহত আমিনুল আহাদ জানান নয়ন ভাই চলে যাওয়ার পর কিছু লোক লোহার পাইপ নিয়ে দৌড়িয়ে এসে তার উপর হামলা করে।পরবর্তীতে আহমদ ভবনের ভেতরে থাকা নেতাকর্মীরা আমাকে রক্ষা করতে আসলে তাদের উপরে ও হাসান সাফা পিন্টুর সন্ত্রাস বাহিনী আক্রমণ করে ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে । এ সময় তজুমদ্দিন উপজেলা যুবদলন নেতা কবির হোসেন, শাহাবুদ্দিন, তজুমদ্দিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম সাকিল, তজুমদ্দিনে বেড়াতে আসা মেহমান সাব্বির রহমান আহত হন।