ঢাকাSunday , 11 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে চরে কৃষকের উপর হামলা আহত-১৪ ।

দেশ চ্যানেল
January 11, 2026 2:37 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার (ভোলা)

ভোলার তজুমদ্দিনে বাসনভাঙ্গা চরে বসবাসরত কৃষকের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের হামলায় নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের ৩জনকে কোষ্টগার্ড ও পুলিশ উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আহতদের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান।

আহত ও হাসপাতাল সুত্রে জানা গেছে, মেঘনার বুকে জেগে উঠা বাসনভাঙ্গা চরে বসবাসরত কৃষকরা তাদের জমিতে আলু, মরিচ, রসুনসহ বিভিন্ন রবিশস্য রোপন করেন। ১১ জানুয়ারী বেলায় সাড়ে ১১টার দিকে চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সবুজ তালুকদারের নেতৃত্বে একদল শসস্ত্র সন্ত্রাসী বাসনভাঙ্গা চরের গিয়ে কৃষকের ফসলের মধ্যে লাল পতাকা উঠিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় কৃষকরা বাঁধা দিলে সবুজ তালুকদারের নেতৃত্বে সাধারণ কৃষকের উপর অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় চরের নারী পুরুষসহ ১৪ জন আহত হয়েছে। সংবাদ পেয়ে কোষ্টগার্ড ও পুলিশ আহতদের মধ্যে ৩জনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, সবুজ মাঝি (৬৫), নিরব (৪৫), মো. রাসেল (১৫), শারমিন (৩০), সিরাজ (৪৫), মামুন (৪০), ফয়সাল (২৭), নরনবী (৪৫) ও জান্নাতসহ (২৮) অন্তত ১৪ আহত হয়। এদের মধ্যে সবুজ মাঝি, নিরব, মো. রাসেলকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বেডে শুয়ে আহত নিরব জানান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের নির্দেশে সবুজ তালুকদারের নেতৃত্বে ৬০-৭০জন শসস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে চরে এসে লাল পতাকা দিয়ে আমাদের ফসলসহ জমি দখলের চেষ্টা চালায়। এ সময় তাদের বাঁধা দিলে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালায় তারা এতে আমিসহ ১৪ জন আহত হই। এঘটনায় আমরা আইনগত পদক্ষেপ নিবো।

অভিযুক্ত সবুজ তালুকদারের ব্যবহৃত একাধিক নম্বরে বার বার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। অন্য অভিযুক্ত ইব্রাহিম হাওলাদারের নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ হাওলাদার বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। এ সংগঠনের কোন চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকসেবীর স্থানে নেই। সবুজ তালুকদার যদি সাধারণ কৃষকের উপর হামলা করে থাকে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

থানা পুলিশ জনান, হামলার ঘটনা শুনে পুলিশ আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST