মোঃসুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি
তজুমদ্দিন, ১৩ মার্চ ২০২৫: “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে তজুমদ্দিন উপজেলায় আগামী ১৫ মার্চ ২০২৫ থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে আজ (১৩ মার্চ) তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রাহাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার প্রতিনিধি আব্দুল কুদ্দুস, চাঁদপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শাজাহান মিয়া, ইমাম মোয়াজ্জেন কল্যাণ পরিষদের সভাপতি, তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারীসহ উপজেলার অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তজুমদ্দিন উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে—
৬-১১ মাস বয়সী শিশু: ২,১৬৭টি (নীল ক্যাপসুল ১২-৫৯ মাস বয়সী শিশু: ১৬,৮৯৯টি (লাল ক্যাপসুল)
এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলার প্রতিটি ওয়ার্ডে ৮টি করে টিকাদান কেন্দ্র, ১২০টি আউটরিচ কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ১২১টি কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালিত হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ তজুমদ্দিন উপজেলার সকল অভিভাবকদের নিজ নিজ ওয়ার্ডের নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছেন।