ঢাকাThursday , 13 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে ডাকাত দুলাল বাহিনীর হামলায় আহত ৩-

দেশ চ্যানেল
March 13, 2025 4:14 am
Link Copied!

তজুমদ্দিন প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিন উপজেলার ২ নং সোনাপুর ইউনিয়নের চর জহির উদ্দিন ২ নং ওয়ার্ডে মাছ ধরার জন্য ঝাঁক দেওয়ার সময় ডাকাত দুলাল বাহিনী ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে।

আহত আব্দুল কাদের জানান মঙ্গলবার দুপুর ১২টার দিকে তরমুজ কোম্পানির পাশে চতালের খালের ভিতরে মাছ ধরার ঝাঁক দেওয়ার সময় দুলাল ডাকাত, তার ছেলে রাজীব ওরফে মোনতা, আ. রব, ইউনুস বাহিনী ও ইউনুস সর্দার ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

এই হামলায় গুরুতর আহত হন আব্দুল কাদের, মো. শামীম ও আব্দুল লতিফ। আহতদের তজুমদ্দিন ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলেও সেখানে ডাক্তার না থাকায় প্রাথমিক চিকিৎসার পর শামীম ও আব্দুল লতিফকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সরকারি হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবির জানান, দুলাল ডাকাত ও তার ছেলে তাদের নিজস্ব বাহিনী নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

অন্যদিকে, অভিযুক্ত দুলাল প্রধান মুঠোফোনে সাংবাদিকদের জানান, ভোলার কালাম ও নোয়াখালীর সরোয়ারের তরমুজ চাষিদের মারধর করে নগদ তিন লাখ টাকা ও ২৫০টি তরমুজ লুটপাট করেন কাদের মাঝি,তার ছেলে বাবুল ও কবির। এরপর তাদের বেঁধে রাখা হয়। বিষয়টি মীমাংসার জন্য জাকির হোসেন মনুর নির্দেশে তিনি ঘটনাস্থলে গেলে তার ওপর হামলা চালানো হয়। এতে তার পক্ষের তিনজন আহত হন।

এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ কোনো মামলা দায়ের করেনি। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST