ঢাকাSaturday , 7 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৮।

দেশ চ্যানেল
December 7, 2024 1:59 pm
Link Copied!

তজুমদ্দিন প্রতিনিধি।

বহুল আলোচিত একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি খালাস পাওয়ায় ভোলার তজুমদ্দিন উপজেলার ৪ নং চাচঁড়া ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। চাচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে ইউনিয়ন পরিষদ অতিক্রম করার সময় মিছিলটির পিছন থেকে সেখানে পূর্বে অবস্থান করা ইব্রাহিম হাওলাদার গ্রুপ হামলা করে বলে জানান,ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য অলিউল্লাহ হাওলাদার। তিনি আরো জানান ইব্রাহিম হাওলাদার,কলিমুল্লাহ, মিলন,ভুট্টোর নেতৃত্বে আওয়ামী ও বহিরাগত সন্ত্রাসী দিয়ে মিছিল কারীদের উপর হামলা করেন। তারা বগি,রামদা,লাঠি,লোহার পাইপ নিয়ে আমার নেতাকর্মীদের কে আহত করে।হামলায় অলিউল্ল্যাহ হাওলাদারের গ্রুপের অন্তত ৮ জন আহত হয় বলে যানান।আহতদের প্রথম ৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা হলেন আবুল কালাম (৪০) অজিউল্ল্যাহ (৪৫) শাহে আলম (৩৫) জসিম (৩৮) হেল্লাল (৩২) মনির(৩৫) আরো দুুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তারা হলেন আব্দুল জলিল(৬০) মাকসুদুর রহমান(৪৫)।

মিছিল হামলায় অভিযোগ সম্পর্কে ইব্রাহীম হাওলাদার জানান,অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, ঘটনাটি আমি শুনি মিছিলটি ইউনিয়ন পরিষদ অতিক্রম করার সময় আমার কর্মীরা সহযোগিতা করে পরে মিছিলটি একটু এগিয়ে আবার ফিরে এসে আমার নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।তিনি বগি,রামদা, লোহার পাইপ বহন করার অভিযোগটি অস্বীকার করেন। উল্লেখ্য গত দু সপ্তাহ আগেও দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST