ঢাকাSunday , 16 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে বিশাল গণসংবর্ধনায় মেজর হাফিজ।

দেশ চ্যানেল
November 16, 2025 1:35 pm
Link Copied!

সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিন উপজেলায় ভোলা-৩ (লালমোহন -তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে উপজেলা বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে তজুমদ্দিন মধ্য বাজার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, ‘আমি প্রথমেই জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করছি। গত ১৭ বৎসর আওয়ামী দুঃশাসনের মতো দুঃশাসনকাল কেউ দেখেনি। বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে হাজারো নেতাকর্মীদের গুম,খুন করেছে। আর আপনারা আমাকে ভোট দিয়ে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন সে জন্য সব সময় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।আমি তজুমদ্দিনের নদী ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ দেখেছি। পানি সম্পদ মন্ত্রী হওয়ার পর নদী ভাঙ্গন রক্ষার জন্য ব্লক বসিয়েছি। একাধিকবার এমপি, মন্ত্রী হয়েও সাধারণ মানুষের সেবায় সবসময় নিয়োজিত ছিলাম নিজের জন্য কোন বাড়ি গাড়ি করিনি, এখনো ঢাকায় বাবার বানানো বাড়িতেই থাকি। আর ১৭ বৎসর আপনারা কোন ভোট দিতে পারেন নি।ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেখানে আপনারা খুশিমতো যাকে ইচ্ছে ভোট দিতে পারবেন। আওয়ামিলীগ মনে করতো তারা ১০০ বৎসর ক্ষমতায় থাকবে কিন্তু তারা ভুলেই গেছে আল্লাহ কখনো কখনো অপরাধীকে ছাড় দেন কিন্তু একেবারে ছেড় দেন না।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সকল নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থাকার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন বিএনপির বড় একটি অংশ।

দীর্ঘদিন ধরে তজুমদ্দিন উপজেলা বিএনপি দুটি ভাগে বিভক্ত ছিলো একটি হলো মেজর হাফিজ উদ্দিনের সমর্থক অন্যটি তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সমর্থক। নির্বাচন মুখী পরিবেশে বিএনপির একটি অংশ উপস্থিত না থাকায় নেতাকর্মীদের মাঝে হতাশা কাজ করছে।

গণসংবর্ধনায় অনুপস্থিতির বিষয় মুঠোফোনে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান জানান তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় রয়েছে, আজকের তজুমদ্দিনে যে গন সংবর্ধনা অনুষ্ঠান সে বিষয়ে তিনি কিছুই জানেন না তাকে কোন আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহম্মেদের সাথে এই বিষয়ে জানার জন্য মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও যোগাযোগের সুযোগ হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST