ঢাকাFriday , 31 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে ব্যারিস্টার আব্দুর রহমান খোকা শর্টপিজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
October 31, 2025 3:39 pm
Link Copied!

সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন।

ভোলার তজুমদ্দিনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “ব্যারিস্টার আব্দুর রহমান খোকা শর্টপিজ ক্রিকেট টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা। এ টুর্নামেন্টের আয়োজন করে নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিন, এবং সার্বিক পরিচালনায় ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁচড়া ইউনিয়ন শাখা। খেলাটি অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে চাঁচড়া ইউনিয়নের স্থানীয় মাঠে।

এই প্রতিযোগিতায় চাঁচড়া ইউনিয়নের প্রতিটি স্কুল ও মাদ্রাসা থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করে। প্রাথমিক ও সেমিফাইনাল পর্বের বাছাই খেলাগুলো অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ফাইনাল পর্বে উত্তীর্ণ হয় জান্নাতুল বাকি মডেল মাদ্রাসা দল এবং দারুল উলুম হাফিজিয়া নূরানী মডেল মাদ্রাসা, পঞ্চগ্রাম দল।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় দর্শকদের মধ্যে ছিল উপচে পড়া ভিড়। মাঠজুড়ে উপস্থিত ছিল এলাকার তরুণ-যুবক, অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল চমৎকার প্রতিদ্বন্দ্বিতা ও ক্রীড়াসুলভ মনোভাব।

ফাইনাল ম্যাচে দারুল উলুম হাফিজিয়া নূরানী মডেল মাদ্রাসা, পঞ্চগ্রাম দল বিজয়ী হয়। অপরদিকে রানার্সআপ হয় জান্নাতুল বাকি মডেল মাদ্রাসা দল। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিন এর সমন্বয়ক সিদ্দিকুর রহমান শান্ত করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁচড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নোমান, যিনি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে আলোকিত জাতি গঠনের হাতিয়ার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী, শিক্ষক, ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলা পরিচালনা করেন ছাত্রশিবিরের প্রিয় সম্পাদক মোঃ ঈমান হোসেন, । অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের চাঁচড়া ইউনিয়ন শাখার সভাপতি ইমতিয়াজ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শরীর ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। সুস্থ দেহে গড়ে ওঠে সুস্থ মন, আর সুস্থ মনই জাতিকে এগিয়ে নিতে পারে।”

বিশেষ অতিথি মোঃ নোমান বলেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে গড়ে তুলতে হবে। তাহলেই তারা সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে সক্ষম হবে।”

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার, মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, এ ধরনের খেলাধুলা তরুণদের মাঝে ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতার বন্ধনকে আরো দৃঢ় করে তোলে। ভবিষ্যতে আরও বড় আকারে এমন টুর্নামেন্ট আয়োজনের দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST