ঢাকাFriday , 28 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিল।

দেশ চ্যানেল
February 28, 2025 1:28 pm
Link Copied!

মোঃ সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও রেলি অনুষ্ঠিত হয়েছে। তজুমদ্দিন বাজার উত্তর মাতা জামে মসজিদ থেকে শুরু করে দক্ষিণ বাজার হাসপাতালের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় । মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁচড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ নোমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন তজুমদ্দিন উপজেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আব্দুর রব বক্তব্যে উপজেলা আমির বলেন মাহে রমজানের আমাদের মাঝে রহমত বরকত নাজাত এর বার্তা নিয়ে এসেছে আমাদের উচিত মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা। মাহে রমজান পেয়ে আমরা আমাদের গুনাগুলো মাফ করাবো এবং রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব পাশাপাশি তিনি বলেন রমজান এলেই আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় তাই আমাদের আহবান সরকারের প্রতি সরকার যেন দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করে গরিব দুঃখী মানুষ যেন খেয়ে রোজা রাখতে পারে সেই দিকে নজর রাখার। আর যদি সরকার ব্যর্থ হয় তাহলে তাওহীদী জনতা রাজপথে নেমে দ্রব্য মূল্যের উদ্ধগতী নিয়ন্ত্রণের আন্দোলন করবে। পাশাপাশি দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান তিনি এবং দিনের বেলা পানাহার বন্ধ করতে হবে অশ্লীল ব্যবহার বন্ধ রাখতে হবে। পরিশেষে আমি সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST