তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে বহুল আলোচিত জিরা চোর চক্রের দুই ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার করেছে বাংলাদেশ নৌবাহিনী, কোষ্টগার্ড ও পুলিশে সমন্বয়ে যৌথ বাহিনী।
২২ অক্টোবর (বুধবার) ভোর রাতে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামে এ অভিযান চালান নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা। আইনশৃঙ্খলা সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিরোধের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিনা করেন তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান ও তজুমদ্দিন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ও তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এর নেতৃত্বে।
গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রিয়াজ (৩৬), ও সফিকের ছেলে রাসেদ (২৫)
তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান জানান আটককৃত আসামীদের নামে অপহরন মামলায় ওয়ারেন্ট রয়েছে । এছাড়াও তাদের নামে একাদিক মামলা রয়েছে এবং বিভিন্ন এলাকায় তারা গরু, ছাগল ও ঘরবাড়ি চুরির একাধিক অভিযোগ থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে এই অভিযান চালানো হয়।
নৌবাহিনীর কন্টিনজেন্ট সূত্রে জানান সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।