ঢাকাMonday , 13 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে শিক্ষক- কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু।

দেশ চ্যানেল
October 13, 2025 8:01 am
Link Copied!

 সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন।

এমপি ভুক্ত শিক্ষক/কর্মচারীদের ২০%বাড়ি ভারা ও ন্যুনতম ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি বর্বর হামলার প্রতিবাদ ও ন্যায় সংঘত দাবি মেনে নেওয়ার দাবিতে সারাদেশে ন্যায় তজুমদ্দিনে  এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক- কর্মচারীদের_অনির্দিষ্টকালের কর্মবিরতি পালিত হচ্ছে।আজ সোমবার ১৩/১০/২০২৫ ইং সকাল ৯ ঘটিকা থেকে বিভিন্ন এমপি ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এই কর্মবিরতিতে একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করেন।এসময় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক/কর্মচারীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। কর্মবিরতী পালনকারী শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যে রয়েছে,চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা, দেবীপুর ফাজিল বিএ মাদ্রাসা, উত্তর চাঁচড়া মোহাম্মাদিয়া ফাজিল মাদ্রাসা, চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসা, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, শম্ভুপুর শাহ আলম মডেল ডিগ্রি কলেজ, তজুমদ্দিন মহিলা কলেজ, মহম্মদ ভেলা দাখিল মাদ্রাসা, মধ্য আড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসা, , ইয়াসিন গঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, চাপঁড়ি আলিম মাদ্রাসা, সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়, পঞ্চ পল্লী মাধ্যমিক বিদ্যালয় শিবপুর মাধ্যমিক বিদ্যালয়, নিশ্চিন্তপুর শিকদার বাজার মাধ্যমিক বিদ্যালয়,চাচঁরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,চর জহির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, কোরালমারা বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়,দক্ষিণ তাসরা মাধ্যমিক বিদ্যালয়, আড়ালিয়া নিমা মাধ্যমিক বিদ্যালয়, ফারজানা চৌধুরীর শাওন নিমা মাধ্যমিক বিদ্যালয়,চাচঁরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা,শম্ভপুর খাসেরহাট ইসলামী আলিম মাদ্রাসাসহ মোট ২৭ টি এমপিও বিভক্ত শিক্ষাপ্রতিষ্ঠান।চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক হাজী মোহাম্মদ মিরন আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ জানান। এবং শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবি দ্রুত মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষক নেতা মোঃ সানাউল্লাহ বাচ্চু তার বক্তব্যে বলেন শিক্ষকদের উপর হামলায় এ জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। একইসাথে সকল ন্যায্য দাবি মেনে আমাদের পাঠদানের পরিবেশ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।অন্যদিকে দেবীপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক ফুয়াদ মুজাহিদ ও আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি বর্বর হামলার প্রতিবাদ ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এবং শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবি মেনে নিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এবং এসময় কর্মবিরতি পালনকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের শিক্ষক/কর্মচারীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করতে দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST