সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার (ভোলা)।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নির্বাচনী কার্যক্রম বেগবান করতে ১০ দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় তজুমদ্দিন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সহকারী সেক্রেটারি ও জেলা ১০ দলীয় নির্বাচনী জোটের সমন্বয়ক মাওলানা আব্বাস উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের ১০ দলীয় জোট ঐক্যবদ্ধ। আমাদের এখনকার প্রধান লক্ষ্য হলো জোট মনোনীত প্রার্থী নিজামুল হক নাঈম ভাইকে বিপুল ভোটে বিজয়ী করা। তৃণমূল পর্যায়ে জোটের প্রতিটি নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী ময়দানে কাজ করতে হবে।”
সভাপতিত্ব ও উপস্থিতিবৃন্দ খেলাফত মজলিসের তজুমদ্দিন উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: মাস্টার জাকির হোসাইন, সভাপতি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), তজুমদ্দিন উপজেলা।
জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ প্রচার-প্রচারণা এবং ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দেশ ও জাতির কল্যাণে জোটের প্রার্থীকে বিজয়ী করতে সবাই অঙ্গীকার ব্যক্ত করেন।

