সুলাইমান পোদ্দার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কোরালমারা এলাকায় একটি মুরগির খামারে আঃ রহিম ১২ নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যু আঃ রহিম চাঁদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাগর মাঝির ছেলে।
মৃত শিশু আব্দুর রহিম দীর্ঘদিন কোড়ালমারার জুলফিকার আলীর মুরগির খামারে কাজ করতেন।
খামারের মালিকের ছেলে মোহাম্মদ ফরহাদ জানান, বিকেল ৩:৩০ মিনিটের দিকে আব্দুর রহিম কে খুঁজে না পেয়ে মুরগির খামারে গিয়ে দেখেন আঃ রহিম ঝুলন্ত অবস্থায় আছেন তখন আব্দুর রহিমের মুখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি ছেলেটির দেহ নিচে নামিয়ে রশি খুলে ফেলেন।
মৃত আঃ রহিমের বড় ভাই মোঃসেলিম জানান, এটি কোনো ভাবেই আত্মহত্যা হতে পারে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি করেছেন।
তজুমদ্দিন থানার কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সঠিক তদন্তের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।