সুলাইমান পোদ্দার তজুমদ্দিন,প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিনে জেলা তথ্য অফিসের আয়োজনে দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কে নিয়ে ১ দিনের কনসালটেশন ও অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুর ১টায় তজুমদ্দিন মাদ্রাসা মিলনায়তনে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতা মূলক কার্যক্রমের আওতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল হাই এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ শাহ আঃ রহিম নুরনবী।
কর্মশালায় উপস্থিত ছিলেন দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আইয়ুব আলী,প্রভাষক নারায়ন চন্দ,প্রভাষক ফুয়াদ মুজাহিদ,সহকারী শিক্ষক রুহুল আমিন সিকদার,আনোয়ার মাতাব্বর,ছালাউদ্দিন,হাসনাইনপ্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা তথ্য অফিস সহকারী জসিম উদ্দীন।