মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণার পরপরই মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেমুহনী চত্ত্বরে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আঃ মকিম তালুকদার, ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক খাঁন মোহাম্মদ রিয়াদসহ মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।