ঢাকাMonday , 1 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • তাড়াইলে উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ শুরু

    দেশ চ্যানেল
    January 1, 2024 10:34 am
    Link Copied!

    মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    “শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১৫ মাধ্যমিক, ৬টি আলিয়া মাদ্রাসা ও ৭১টি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ শুরু হয়েছে। বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ভিড় এড়াতে এবার ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।

    সরেজমিনে দেখা যায়, তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন সোমবার সকালে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম শুরু করেন।

    অন্যদিকে তাড়াইল উপজেলা শিক্ষা অফিসার মো. এনামুল হক খান দড়িজাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম শুরু করেন। এদিন সকালে উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা উৎসবের আমেজে নতুন বই সংগ্রহ করতে দেখা গেছে। নতুন দিনের শুরুতে হাতে বই পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বই দেয়ার এমন উদ্যোগে খুশি অভিভাবকরা। তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার নতুন বই হাতে পেয়ে খুশিতে বলেন, নতুন বছরের নতুন বই হাতে পেয়ে আমি খুবই আনন্দিত।

    তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম গোলাম কিবরিয়া বলেন, উপজেলার ২১টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় সমূহে (স্কুল-মাদ্রাসা) বিনা মূল্যে তুলে দেওয়া হচ্ছে ২০২৪ সালের নতুন বই।

    তাড়াইল উপজেলা শিক্ষা অফিসার মো. এনামুল হক খান বলেন, বছরের প্রথম দিনে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নে ৭০ টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি শিশু কল্যাণ বিদ্যালয় ও ২৮টি কিন্ডারগার্টেন রয়েছে। ২০২৪ নতুন বছরের ১ তারিখে সবকটি বিদ্যালয়েই শিক্ষার্থীদের হাতে শিক্ষকগণ নতুন বই তুলে দিচ্ছেন। তিনি আরো বলেন, জানুয়ারি পুরা মাস বই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST