ঢাকাWednesday , 22 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • তাড়াইলে রাউতি ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ

    দেশ চ্যানেল
    November 22, 2023 11:57 am
    Link Copied!

    মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ২নং রাউতি ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    জানা যায়, মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজার ঈদগাহ মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    রাউতি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য (তাড়াইল) একেএস জামান সম্রাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম খান, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দীন ভুঁইয়া, তাড়াইল পল্লী বিদ্যুৎ এর সাবেক পরিচালক ফরিদুজ্জামান খান বাদল, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, মনিরুল হক আজহার, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, আসাদুজ্জামান মবিন, রাউতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর শরীফ উদ্দীন জুয়েল, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান আশিক, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক রইছ উদ্দিন মোল্লা, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকি, তাড়াইল বিআরডিবির চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা যুব সংহতির সভাপতি আশরাফুল আলম রুবেল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাজু শিকদার, জাতীয় উলামা পার্টি তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক উমায়ের খান সানি, জাতীয় ছাত্র সমাজ রাউতি ইউনিয়ন শাখার সভাপতি খন্দকার দিদার, সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম আকাশ। উপজেলা এবং সাত ইউনিয়ন থেকে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

    রাউতি ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত লোকদের উদ্দেশ্যে
    উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন বলেন, জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন আমরা নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি নির্বাচনমূখী দল। আমাদের নেতা-কর্মীরা নির্বাচনে অংশ নিতে আগ্রহী । তবে জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম কাদের নির্বাচনের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমরা তিনশো আসনেই নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। নির্বাচনে আমরা আস্থার পরিবেশ চাই। এখন জাতীয় পার্টি কোনো জোটের সাথে নেই। আমরা তিনশো আসনেই আমাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST