সুলাইমান পোদ্দার ,তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
তারেক রহমানের সম্পর্কে কুরুচিপুর্ণ ও অশ্লীল বক্তব্যের প্রতিবাদে আজ ১৭ জুলায় সন্ধ্যায় তজুমদ্দিনে তারেক জিয়া পরিষদের উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত বিক্ষোভ মিছিল তারেক জিয়া পরিষদের সভাপতি রিয়াজ পাঞ্চায়েতের নেতৃত্বে সম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ খাসের হাট বাজারে) তারেক জিয়া পরিষদের সামনে থেকে খাসের হাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারেক জিয়া পরিষদ ক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে ছাত্রদল,যুবদল,ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তজুমদ্দিন উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী গিয়াসউদ্দিন পাঞ্চায়েত বলেন,যারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছেন তারা হয়তো ভালোভাবে তারেক রহমান সম্পর্কে জানেন না।তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। যিনি দীর্ঘ ১৭ বৎসর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ।২৪ জুলাই / আগষ্ট যার নেতৃত্বে সকাল শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে মাঠে ছিলো। তারেক রহমানকে নিয়ে কটুক্তি আমরা প্রথমে মাফ করে দিয়েছি কিন্তুু বেশি বাড়াবাড়ি করলে এদেশের মানুষ দাঁতভাঙা জবাব দিবে।
আর ড.ইউনুস আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারীর মধ্যে সংসদ নির্বাচনের কথা বলেছেন। আশাকরি তিনি তার কথা ঠিক রেখে এদেশের মানুষকে তাদেরকে পছন্দের দলে ভোট দেয়ার সুযোগ করে দিবেন। আর গতকাল গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর যে হামলা করেছে তা অতন্ত্য দুঃখজনক। দলমত নির্বিশেষে আমরা স্বৈরাচারী আওয়ামিলীগ দমনে সকলে ঐকবদ্ধ।আরো বক্তব্য রাখেন যুবদল নেতা ও তারেক জিয়া পরিষদের সভাপতি রিয়াজ পাঞ্চায়েত, এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা খলিলুর রহমান পাটেয়ারী,আঃখালেক,রুহুল আমিন, নজরুল ইসলাম সিরাজ, ওজুদ, সম্ভুপুর ইউনিয়ন যুবদল নেতা শাহাবুদ্দিন, মফিজুর ইসলাম, আমজাদ হোসেন, জাকির হোসেন, খলিলুর রহমান।উপজেলা ছাত্রদল নেতা জিকু পাঞ্চায়েত, সম্ভুপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি সোহেল সহ অনন্য সংগঠনের নেতৃবৃন্দ।