হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় দিগরাজ এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় ২ আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি উপস্থিত নারী-পুরুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং সকলের মাঝে তুলে ধরেন তারেক রহমানের ৩১ দফা সমূহ।
এ ৩১ দফার মধ্যে রয়েছে সকল শ্রেণী পেশার মানুষের উন্নতি।উঠান বৈঠকের বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপন করা হবে। পরিবেশ ঠিক রাখার জন্য এ গাছ লাগানোর পরিকল্পনা বিএনপির।এছাড়া বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করবে তা ৩১ দফার মধ্যে পরিস্কার ভাবে তুলে ধরেছেন। তিনি আরও বলেন, মোংলা নদীতে ঝুলন্ত ব্রিজ করতে হবে যাতে নদীর ক্ষতি না হয় সেদিকে খেয়াল করে। এছাড়া নদীর পাড়ে ভেঁড়ী বাঁধ নির্মাণ করতে হবে। তারেক রহমান প্রত্যেক জনপদের খোঁজ রাখেন এবং সমস্যাগুলো নিয়ে ভাবেন। আগামীতে আপনারা বিএনপির সাথে থাকবেন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়েই এ জনপদ গড়বে ইনশাআল্লাহ।
এ উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, স্থানীয় বিএনপি নেতা হাবিব বিশ্বাস, মো. জুলফিকার আলী, পংকজ বিশ্বাস, মো. মাহবুব, মোস্তাফিজুর রহমান জনি, মো. জিয়া, সোহেল বাবু, মো. গোলাম, ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।