মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে নরসুন্দা নদী সহ বিভিন্ন বিল থেকে প্রায় ২ লাখ ৮৩ হাজার টাকার রিং ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়েছে উপজেলা মৎস্য অফিস।
জানা যায়, বৃহস্পতিবার (২৪ আগষ্ট) শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলা নরসুন্দা নদী সহ করাতি ভায়া ডুবাইল, সাজিয়া, কানাইবিল থেকে ৯ হাজার মিটারের ৪৭ টি রিং জাল (যার বাজার মূল্য প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা) ও আড়াই হাজার মিটারের ১২ টি কারেন্ট জাল (যার বাজার মূল্য প্রায় ৪৮ হাজার টাকা) জব্দ করা হয়। পরে উপজেলা সদর বাজার পুরাতন ডাকবাংলোর সামনের খোলা জায়গায় জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার নরসুন্দা নদী ও বিভিন্ন বিলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ লাখ ৮৩ হাজার টাকার অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই অবৈধ রিং ও কারেন্ট জাল দিয়ে কিছু অর্থলোভী মানুষ বিভিন্ন প্রকারের মাছ ধরে বাজারে বিক্রি করত। তিনি আরও বলেন, অবৈধ জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যারা আইন অমান্য করে মৎস্য সম্পদ ধ্বংস করবে তাদের আইনের আওতায় আনা হবে।
অভিযানে সাথে ছিলেন, তাড়াইল থানা উপ পরিদর্শক আশরাফুজ্জামান এবং কনস্টেবল নাজমুল ইসলাম, শরিফুল ইসলাম ও মৎস্য অফিসের কর্মকর্তা বৃন্দ।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                