মুন্না ইসলাম উপজেলা প্রতিনিধি রাজশাহী
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বাংলাদেশের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে । বৃষ্টি নিয়ে নতুন কোন আশা নেই বললেই চলে । রাজশাহী জেলায় তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে । আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী জেলায় সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ । কৃষক রিকশাচালক ও দিনমজুর রয়েছেন অনেক বিপাকে । রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃষক হাফিজুল ইসলাম তার পাট ক্ষেতে পানি সেচ দিচ্ছিলেন । তার সাথে কথা বলে তিনি জানান রোদের তাপ অনেক যার কারণে জমিতে ঘন ঘন সেচ দিতে হচ্ছে । কিন্তু ঠিকমত বিদ্যুৎ না থাকার কারণে জমিতে শেষ দেওয়া যাচ্ছে না । গরমে অতিষ্ঠ হয়ে জমিতে সেচ দেওয়া পাইপ থেকে পানি দিয়ে গোসল করছেন। এতে কিছুটা ঠান্ডা অনুভব করলেও তীব্র রোদের তাপে আবারো গরমে ঘেমে যাচ্ছে কৃষক । বিদ্যুৎ বিভ্রান্তের ঘটনায় । নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির নির্দেশ দেন শহরে লোডশেডিং দিয়ে প্রয়োজনে কৃষককে সেচ কাজে সহায়তা করতে । প্রয়োজনে শহরের লোডশেডিং করে সেচযন্ত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চায় বিদ্যুৎ বিভাগ ।