জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
তেঁতুলিয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৫ডিসেম্বর ) রাত ৭টায় নিজ কার্যলয়ের সামনে কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে কৃষকলীগের সভাপতি রিয়াজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী ও জেলা আওয়ামী সহ সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া (মুক্তা) প্রধান বক্তা হিসাবে উপস্তিত ছিলেন,বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগ সদস্য আব্দুর লতিফ তারিন।
অনান্যদের মধ্যে উপস্তিত ছিলেন,আরিফুল ইসলাম পল্লব সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ, নুরুজ্জামান নুরু চেয়ারম্যান উমরখানা ইউপি,কাজী আল তারিখ সভাপতি পৌর আওয়ামী লীগ ও ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ পঞ্চগড়,কাজী মাহবুবুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তেতুলিয়া, হুমায়ুন কোবির উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক পঞ্চগড়,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জুলফিকার আলী জুয়েলের প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,রুনা লায়লা সাংগঠনিক সম্পদক পঞ্চগড় জেলা, সাইফুন নাহার জেসমিন কৃষিও বিজ্ঞান বিষক সম্পদক তেঁতুলিয়া মাঝিপাড়া কলেজ,
আব্দুল বাছেদ সদস্য উপজেলা আওয়ামীগ তেঁতুলিয়া,আতাউর রহমান যুগ্ম আহবায়ক উপজেলা যুবলীগ,আব্দুল হাকিমযুগ্ম আহবায়ক উপজেলা যুবলীগ, আইয়ুব আলী সভাপতি ২নং ইউনিয়ন,আবু আশরাফ বাবু আহবাযক জাতীয় শ্রমিকলীগ তেঁতুলিয়া উপজেলা শাখা,সহ উপজেলার সকল স্তরের নেতা কর্মী বৃন্ধ।
বাংলাদেশে কৃষক লীগ তেঁতুলিয়া উপজেলা শাখা কর্তিক আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেছেন,তেঁতুলিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম কাজী হবিবর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সহ যারা মৃত্যু বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান মুক্তাকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানান এবং ১৮ ডিসেম্বর থেকে ভোটারদের ঘরে ঘরে ভোট চেয়ে নৌকা মার্কার প্রার্থীকে বিজয় করার আহবান জানান।