মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় তেঁতুলিয়া চৌরাস্তা দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপি’র আহবায়ক মো. শাহাদৎ হোসেন রঞ্জু ও সদস্য সচিব সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম (শাহীন) এর নেতৃত্বে কালো পতাকা বিক্ষোভ মিছিলটি চৌরাস্তা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় দ্রব্য মূল্যের উধ্বগতি প্রতিরোধ, ৭ই জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচন বাতিল এবং ব্এিনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার সহ রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবীতে প্লাকাট ও ফেস্টুন ব্যবহার করে শ্লোগান দেন। পরে চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুল তলায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক শাহাদৎ হোসেন (রঞ্জু)। এসময় সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি মহসীন আলী প্রধান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিঞা, যুবদলের নেতা এনাম, জাহাংগীর ও বিল্পব সহ ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। # ৩০-০১-২০২৪