ঢাকাSaturday , 16 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

    দেশ চ্যানেল
    December 16, 2023 12:33 pm
    Link Copied!

    জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধিঃ

    তেঁতুলিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫২তম মহান বিজয় দিবস।
    শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনিসহ পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে এই কর্মসুচীর শুভ সূচনা হয় উপজেলা নির্বাহী অফিসার মো ফজলে রাব্বি, উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকসহ পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়াও সকাল থেকেই মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের র‌্যালী ও স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা ঘটে। সকাল ৮.৩০ মিনিটে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মার্চ পাস্ট, কুচকাওয়াজ শারীরিক কসরত শুরু হয়। মার্চ পাস্ট-এ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস কর্মকর্তারা অংশ নেন। পরে কুচকাওয়াজ শারীরিক কসরতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিয়ে চমতকারভাবে তা প্রদর্শন করেন। সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
    বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মো পজলে রাব্বি , উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান, ভাইস চেয়ারম্যান ইউসুব আলী, মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়,তেঁতুলিয়া হাইওয়ে থানা ওসি জাকির হোসেন তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশ ওসি, ওসি (তদন্ত), আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমানসহ সরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST