পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় পঞ্চগড়ের ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজনে শুরু হয়েছে শীত আনন্দ উৎসব ।
২৮ ডিসেম্বর শনিবার দুপুরে মাথাফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তেঁতুলিয়া উপজেলার ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২ শ শিক্ষার্থীর মাঝে এই শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, রংপুরের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর , বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) পঞ্চগড়, ফজলে রাব্বী, উপজেলা নির্বাহী অফিসার, তেঁতুলিয়া, পঞ্চগড়, সারজিস আলম, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ । জাকির হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি:। মোহাম্মদ মণ্জু মোল্লা, ডিরেক্টর, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি: । অঞ্জন মল্লিক এফসিএ, ডিরেক্টর, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি:। এনায়েত কবীর, অফিসার ইনচার্জ, তেঁতুলিয়া মডেল থানা। শাহাদাত হোসেন রণ্জু আহব্বায়ক তেঁতুলিয়া উপজেলা বিএনপি, রেজাউল করিম শাহিন, সদস্য সচিব, তেঁতুলিয়া উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু সাঈদ মিঞা , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, ও প্রধান শিক্ষক শিরিন সুলতানা।
আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় ও কবীর আহমেদ আকন্দ, প্রতিষ্ঠাতা শিশুস্বর্গ ফাউন্ডেশন এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজ উদ্দীন আহম্মেদ, সভাপতি ব্রাইট স্টার ক্লাব, তেঁতুলিয়া পঞ্চগড়।