ঢাকাSunday , 21 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • তেঁতুলিয়ায় সৌদি আরব কর্তৃক প্রেরিত কোরবানীর গোস্ত বিতরণ

    দেশ চ্যানেল
    January 21, 2024 10:28 am
    Link Copied!

    জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

    সৌদি আরব কর্তৃক প্রেরিত কোরবানীর গোস্ত তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত গরীব, দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
    গতকাল শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় হতে উপ-বরাদ্দকৃত ২০ কার্টুন/পিছ গোস্ত উপজেলায় পৌছালে রাতেই উপজেলার এতিম, অসহায় ও দুস্থদের মাঝে গোস্তের প্যাকেট পৌছে দেয়া হয়।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা থেকে উপজেলা পর্যায়ে ২০ কার্টুন গোস্ত উপ-বরাদ্দ দেয়া হয়। শনিবার বিকালে বরাদ্দ পাওয়া উক্ত গোস্ত উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। প্রতিটি কার্টুনে গড়ে ৭টি করে প্যাকেটে আছে এবং প্রতি প্যাকেটে প্রায় ৩ কেজি করে গোস্ত

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন বলেন, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে কোরবানীর গোস্ত পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী কোরবানীর গোস্ত গরীব, অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে বিতরণের নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী উপজেলায় সরকারি তালিকাভূক্ত ৪৬টি লিল্লাহ বডিং ও এতিমখানাসহ মোট ৬৪টি আশ্রয়ণ প্রকল্পের দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রাপ্ত গোস্ত বিতরণ করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি বলেন, সৌদি আরব কর্তৃক প্রেরিত কোরবানীর গোস্ত এতিম, অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST