জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
সৌদি আরব কর্তৃক প্রেরিত কোরবানীর গোস্ত তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত গরীব, দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় হতে উপ-বরাদ্দকৃত ২০ কার্টুন/পিছ গোস্ত উপজেলায় পৌছালে রাতেই উপজেলার এতিম, অসহায় ও দুস্থদের মাঝে গোস্তের প্যাকেট পৌছে দেয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা থেকে উপজেলা পর্যায়ে ২০ কার্টুন গোস্ত উপ-বরাদ্দ দেয়া হয়। শনিবার বিকালে বরাদ্দ পাওয়া উক্ত গোস্ত উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। প্রতিটি কার্টুনে গড়ে ৭টি করে প্যাকেটে আছে এবং প্রতি প্যাকেটে প্রায় ৩ কেজি করে গোস্ত
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন বলেন, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে কোরবানীর গোস্ত পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী কোরবানীর গোস্ত গরীব, অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে বিতরণের নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী উপজেলায় সরকারি তালিকাভূক্ত ৪৬টি লিল্লাহ বডিং ও এতিমখানাসহ মোট ৬৪টি আশ্রয়ণ প্রকল্পের দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রাপ্ত গোস্ত বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি বলেন, সৌদি আরব কর্তৃক প্রেরিত কোরবানীর গোস্ত এতিম, অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।