ঢাকাThursday , 19 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়া শালবাহান ইউপি পর্যায়ে সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশ চ্যানেল
October 19, 2023 1:11 pm
Link Copied!

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

তেঁতুলিয়া উপজেলায় ৪নং শালবাহান ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সকল সুবিধাভোগী প্রায় ৬ হাজার ৩১০ জন নাগরিক সহ অনান্য সুবিধাভোগীগণ অংশগ্রহন করেন।
বৃহস্পতিবার(১৯ অক্টোবর)তেঁতুলিয়া ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সরকারের উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তেঁতুলিয়া ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ আশরাফুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পঞ্চগড় ১,আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহরুল হক প্রধান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদ আনোয়ার সাদাত সম্রাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু
উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি,উপজেলা আওয়ামীগ সভাপতি বীর মুক্তি যোদ্ধা ইয়াসিন আলী মন্ডল ৪নং শালবাহান ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান।

এছাড়াও উপস্তিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী,৪নং শালবাহান ইউনিয়ন মুক্তিযোদ্ধা সহ ৪নং শালবাহান ইউপি সদস্য ও ইউপি গ্রাম পুলিশ বিভিন্ন এলাকার সুবিধাভোগী নারী পুরুষ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন সুত্রে জানা যায়,তেঁতুলিয়া ৪নং শালবাহান ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট সুবিধাভোগী সংখ্যা,বয়স্ক ভাতা ৮৫৭ জন,বিধবা ভাতা ৪০৬, মাতৃত্বকালীন ৯০, প্রতিবন্ধী ভাতা ৩৫১ জন, , ভিডব্লিউবি ভাতা ৪১৯ জন, খাদ্য বান্ধব কর্মসূচি ১১১২ জন, টিসিবি ১৫৪২ জন,মুক্তিযোদ্ধা ভাতা ৪০জন,অনগ্রসর বিশেষ ভাতা ০৮জন,অনগ্রসর শিক্ষা উপবৃত্তি ভাতা ১৫জন,অনগ্রসর প্রতিবন্ধী শিক্ষা ভাতা ১৯জন,ভিজিএফ ভাতা ১২৮০জন,ইজিপিপি ৭৯ জন,তিনদিনের প্রকল্প ১০জন, আশ্রয়ণ প্রকল্পেের উপকারভোগী ৮২টি পরিবার,সুবিধা ভোগী রয়েছেন।

মতবিনিয় সভায় বক্তারা বলেন,
বঙ্গবন্ধুকে মেরে ওরা শান্তি পাইনি এখন তার কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর বারবার হামলা চালাচ্ছে,শুধু তাই নই এর আগে উনিশ বারের বেশি হামলা চালিয়েছেন তারা।আমাদের সরকারকে সয়ং আল্লাহ বাঁচিয়ে রেখেছেন।তারা আরো জানান আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শত্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশ আরো উন্নত হওয়ার পাশাপাশি বয়স্ক ও বিধবা ভাতা ভোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভাতার হারও বৃদ্ধি হবে বলেও জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST