ঢাকাThursday , 16 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • তেঁতুলিয়া সদর হাসপাতালে সিজারিয়াল অপারেশন চালু করলেন পঞ্চগড় সিভির সার্জন

    দেশ চ্যানেল
    November 16, 2023 1:56 pm
    Link Copied!

    জুলহাস উদ্দীন তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

    তেঁতুলিয়ায় উপজেলা হাসপাতালে প্রায় ১৫ বছর পর প্রথম বারের মত সিজার সহ অন্যান্য অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। সীমান্তবর্তী উপজেলার ৫০ শয্যা হাসপাতালের নতুন ভবনে আধুনিক সরঞ্জামাদি সহ অপারেশন থিয়েটার (ওটি বিভাগ) থাকলে শুধুমাত্র জনবলের অভাবে এতদিন এ সেবা প্রদান করা হয়নি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী যোগদানের পর একান্ত উদ্যোগে উপজেলা হাসপাতালে ওটি বিভাগের কার্যক্রম চালু করেন।
    বৃহস্পতিবার (১৬নভেম্বর) সকাল তেঁতুলিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পঞ্চগড় সিভিল সার্জন এর নেতৃত্বে গঠিত মেডিকেল টীম দীর্ঘ কয়েক বছর পর তেঁতুলিয়া হাসপাতালে আশা (২৫) নামের এক গৃহবধূর সফলভাবে ৩য় সন্তানের সিজার অপারেশন সম্পন্ন করেন। অপারেশন পরবর্তী মা ও শিশু সুস্থভাবে হাসপাতালে ভর্তি আছেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা- ডা. মাসুদ পারভেজ, ডা. মনসুর আলম (জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া), ডা. আফিফা জিন্নাত আফি (জুনিয়র কনসালটেন্ট গাইনী), ডা. রাজিনুল হক, আবাসিক মেডিকেল অফিসার (ভার.), নার্সিং সুপারভাইজার মেহেরুন নেছা, মিডওয়াইফ নার্স সাবিনা ইয়াছমিন, সিনিয়র স্টাফ নার্স মমতাজ জাহান, নার্স শাম্মী আকতার ও অপারেশন থিয়েটার সহযোগী মো. তাজুল ইসলাম সহ অন্যান্য মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন।
    সিজার শেষে পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী বলেন,চিকিৎসক না থাকায় উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে সিজার সহ অন্যান্য অপারেশন দীর্ঘ দিন থেকে বন্ধছিল। পঞ্চগড়ে যোগদানের পর থেকে সিজার কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহন করি। এখানকার স্বাস্থ্য বিভাগের অবস্থা যা ছিলো তা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই পঞ্চগড় জেলায় আধুনিক সদর হাসপাতাল অজ্ঞানের অভিজ্ঞ ডাক্তার আছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের মনসুর আলম তার সর্বাত্মক সহযোগিতায় এই কার্যক্রমটাকে শুরুতে এগিয়ে নিয়ে যেতে পারতেছি বাকি ছিল,তেঁতুলিয়া উপজেলা আজকে এই তেঁতুলিয়াতে অপারেশনের আওতায় অন্তর্ভুক্ত করা গেল এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
    গর্ভবতীর স্বামী ওবায়দুল জানান, আমি দুই তিন দিন ধরে তেতুলিয়া মেডিকেল অবস্থান করছি আজকে আমার স্ত্রীকে দিয়ে এই অপারেশনের শুরু হলো বর্তমানে অনেকটা সুস্থ আছে।আমরা অনেকটা কষ্ট থেকে রেহাই পেলাম তা না হলে আমাদেরকে পঞ্চগড় কিংবা ঠাকুরগাঁও নিয়ে যেতে হতো আজকে তেঁতুলিয়া অপারেশন হয়েছে আমরা অনেক খুশি ও আনন্দিত এজন্য সিভিল সার্জেন্ট স্যার সহ সকলকে অনেক ধন্যবাদ জানায়
    এই সময় তেঁতুলিয়া সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মাসুদ পারভেজ বলেন স্বাস্থ্য সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে সিজার
    অপারেশনের মাধ্যমে তেঁতুলিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে আশাকরি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST