শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধি :
খুলনার দাকোপ উপজেলায় পানখালী, তিলডাংগা ইউনিয়নের কয়েক টি স্হানে নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গনে বেড়ীবাঁধ ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন আতঙ্কে সংশ্লিষ্ট এলাকাবাসী।
এলাকাবাসী সুত্রে জানাযায়, কয়েক দিন ধরে অতিরিক্ত বৃষ্টিতে ও এলাকায় বিভিন্ন নদ-নদীতে জোয়ারেপানি বৃদ্ধির কারনে ৭ আগষ্ট সোমবার দুপুরে ঝোপঝোপিয়া নদীর তীরে পানখালী ইউনিয়নের জাবেরের খেয়াট সংলগ্ন ওয়াবদা রাস্তায় ভেড়ি বাঁধ,লক্ষীখোলা এলাকায় পিচের রাস্তার মাথা,ও তিলডাংগা ইউনিয়নের ভদ্রানদীর তীরে বটবুনিয়া বাজার সংলগ্ন রাস্তায় ভাঙ্গন দেখা যায়। এলাকার মানুষের মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় ওয়াবদা রাস্তা ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করে এলকার হাজার হাজার বিঘা জমির চলতিমৌসুমের আমন ধানের বীজতলা তোলানো সহ পুকুরের মাছ ভেসে ও এলাকার মানুষের ঘরবাড়ী তলিয়ে ষেতে পারে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ ও গাজী জালাল উদ্দীন জানান। তারা জানান বিষয়টি তৎক্ষনাৎ দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীকে জানালে তিনি এসকল ভাঙ্গন কেবলি এলাকা পরিদর্শন করেন। এব্যাপারে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী এর সাথে কথা হলে তিনি বললেন আমি খবর পেয়ে ভাঙান কবলিত এলাকা গুলো পরিদর্শন করি এবং এলাকার মানুষের সাথে কথা বলে সংশ্লিষ্ট পানি উন্নয় বোডের প্রকৌশলীসহ ডিজি মহোদয়কে বিষয় টিতৎক্ষনিক জানা নো হয়েছে। আশাকরি উনারা তাড়াতাড়ি এ ব্যাপারে ব্যবস্হা গ্রহণ করবে। এসময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, পানখালী ও তিলডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য গন।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                