হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২০২৪- ২৫ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বাস্তবায়িত প্রদর্শীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩ টার সময় “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে কৃষি সম্প্রারণ অধিদপ্তর দামুড়হুদার আয়োজনে উপজেলার চিৎলা গ্রামের হরিতলা মাঠে গরু ফার্ম সংলগ্ন আমবাগানে বারি রসুন -২ মসলার বিষয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার এসময় তিনি বলেন, রসুন ঔষধী গুণসম্পন্ন উচ্চমূল্যের মসলা জাতীয় ফসল। আমরা আমাদের দেশে যে দেশীয় রসুন উৎপাদন করি সেটা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক গুণগতমান সম্পন্ন। আপনারা দেখেছেন করোনা কালীন সময়ে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে মৃত্যুহার অনেক কম ছিল। এর এর কারণ হলো আমরা আমাদের মাটিতে উৎপাদিত যে ফসল এবং মসলা জাতীয় ফসল ফলায় তা বিশ্বের অন্যান্য দেশের ফসলের তুলনায় অনেক পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন। যে কারণে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকার কারণে মৃত্যুর হার কমাতে পেরেছি।প্রতি বছর আমাদেরকে বিদেশ থেকে ডলার খরচ করে রসুন আমদানি করতে হয় যেটা আমাদের জন্য অনেকটাই ব্যায় বহুল হয়ে দাঁড়ায়। এ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের বাংলার মাটি অনেক উর্বর এ মাটিতে আপনি যেটাই ফলাবেন যত্ন সহকারে করলে ভালো ফলন দেয় এবং গুণগত মানসম্পন্ন ফসল উৎপাদন করা যায়। সরকার মশলা চাষের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে এজন্য আগামীতে যারা রসুন উৎপাদন করবেন সেই সমস্ত কৃষকদের পাশে আমরা আমাদের জ্ঞান ও কারিগরি প্রযুক্তিসহ সমস্ত প্রকারের সহায়তা নিয়ে পাশে থাকবো।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল,দামুড়হুদা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন, সাইফুল ইসলাম, মকুল হোসেন প্রমূখ।
কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় ১৫০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌহরাব হোসেন।