হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা :
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) :দামুড়হুদাা উপজেলার ধান্যঘরা গ্রামের আলমগীর একটা বাঘডাসা (মেছোবাঘ ) হত্যা করে পুলিশির খাঁচায় বন্দী হয়েছেন। আলমগীর (২৬) উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ধান্যঘরা বটতলাপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
এ সংক্রান্ত একটা ভিডিও শুক্রবার (২১/০৩/২৫ ইং তাং) সন্ধ্যায় যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার (২২/০৩/২৫ ইং তাং)সকালে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট কে এইচ তাসফিকুর রহমান, জেলা বন কর্মকর্তা মিজানুর রহমান ঘটনা স্থলে যান। এ সময় সহকারি কমিশনার (ভূমি) বলেন বিষয়টি বন্যপ্রাণী (নিরাপত্তা ও সংরক্ষণ) আইনে অপরাধ। এরপর বেলা বারোটার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র ঘটনাস্থল পরিদর্শন করেন। নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)বন কর্মকর্তাকে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন। উপজেলা ফরেস্ট অফিসার মিজানুর রহমান বলেন, নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার স্যার ঘটনাস্থলে পৌঁছে বিড়ালটি হত্যাকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন) ২০১২ অনুযায়ী মামলা দেয়ার পরামর্শ দিয়েছেন বন বিভাগ এর পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দেয়া হবে। দর্শনা থানার অফিসার ইনচার্জ( ওসি) শহীদ তিতুমীর বলেন, বন্যপ্রাণী হত্যা ঘটনার মামলার জন্য বন বিভাগের লোকজন এসেছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।