চুয়াডাঙ্গা প্রতিনিধি :
দামুড়হুদায় বিদ্যুতায়িত হয়ে মামুন নামের এক সন্তানের জনকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন (৩০)চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরি গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুর রহমানের বিশ্বাসের ছেলে। পেশায় ছিলেন তিনি কাঠমিস্ত্রী।
জানাযায়, আজ (২১.০৪.২০২৫)সোমবার সকালে প্রতিদিনের মত স্হানীয় হালদার পাড়ায় কাঠ কারখানায় কাজের জন্য যায়। সেখানে ইলেকট্রিক পালিস মেশিনে কাঠ পালিসের সময় বিদ্যুৎতের তার ছিড়ে মেশিন টি বিদ্যুৎতায়িত হয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ রুকসানা খাতুন বলেন, হাসপাতালে আসার সাথে সাথে তার পরীক্ষা নিরিক্ষা করা হয়। কিন্তু হাসপাতালে পৌছানোর আগে তার মৃত্যু হয়েছে।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি শুনেছি এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।