চুয়াডাঙ্গা প্রতিনিধি: :দামুড়হুদায় এক মাদ্রাসা সুপারের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আজ বুধবার ( ৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে দামুড়হুদা – মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গার কোমরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা সামসুল হক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত নিছার আলীর ছেলে। তিনি একই উপজেলার কুনিয়া চাঁদপুর দাখিল মাদরাসার সুপার ছিলেন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, তিনি দামুড়হুদার দিক মোটরসাইকেল যোগে কার্পাসডাঙ্গা অভিমুখে যাচ্ছিলেন।এসময় তার সামনে একটা ইট বোঝায় ট্র্যাক্টর যাচ্ছিল। বিপরীত দিক থেকে আচমকা একটা অটোরিকশা চলে আসলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।