ঢাকাSaturday , 19 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

দামুড়হুদা বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
July 19, 2025 4:28 pm
Link Copied!

হাফিজুর রহমান কাজল:

দামুড়হুদা বাজার বণিক সমিতির নির্বাচন শনিবার উৎসব মুখর পরিবেশে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে জাহিদুল ইসলাম জাহিদ (হরিণ) ২১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোফাজ্জল হোসেন মোটরসাইকেল পেয়েছেন ১১৯ ভোট। ২২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহজালাল বাবু (ছাতা)। তার নিকটতম প্রার্থী মো: সাজেদুল ইসলাম সিলিংফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ২২২ ভোট।

সহ সভাপতি পদে ইউনুস আলী (আম)২৪৯ ভোট ও মো: মেহেদি হাসান (নয়ন)(আনারস) ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী আবুল হাসেম (ডাব) ১৯৯ ও মো: জিয়াউর রহমান (কাঁঠাল) ১১৫ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম (হাতি) ২৮৪ ও তোর নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল হালিম রিপন (ঘোড়া) ১৬০ ভোট পেয়েছেন।সহ সংগঠনিক সম্পাদক খালিদ হাসান বেল্টু (মোমবাতি) পেয়েছেন ৩০৫ ভোট অপর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম খলিল (বাল্ব)১৩৮ ভোট। কোষাধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান (তালাচাবি) ২৪৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রাথী মমিনুর ইসলাম বিপু (মোবাইল) ১৮৮ পেয়েছেন।

অপর প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শহিদুল ইসলাম (মাইক) ২৮৪, মোহাম্মদ রাশেদুজ্জামান বেল্টু (ফুটবল) ২৮২, মোহাম্মদ জহুরুল ইসলাম টিউবওয়েল ১৬৭, মোহাম্মদ সলিমুল্লাহ কলস ১৮৭,মোঃ শহিদুল ইসলাম মোরগ ৬২, মোহাম্মদ আমিরুল ইসলাম জবাফুল ৪০,আব্দুর রহমান বাইসাইকেল ২৯, মোহাম্মদ ফারুক হোসেন মই ৪৬,ও মোহাম্মদ সাইদুর রহমান দোয়াত-কলম ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উৎসব মুখর এ নির্বাচনে ৪৫৭ জন ভোটারের মধ্যে ৪৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটকেন্দ্রে সার্বক্ষণিক থেকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম,প্রভাষক আবুল কালাম।দামোদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীরের ‘র নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটা চৌকস দল ভোটকেন্দ্রে নিয়োজিত ছিলেন। সর্বক্ষণ উপস্থিত থেকে সার্বিক পর্যবেক্ষণ করেন নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা বিএনপি’র সভাপতি রফিকুল হাসান তনু। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল ও বিভিন্ন স্থানীয় ও জাতীয় কাগজের সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST