দিঘলিয়া উপজেলা প্রতিনিধি
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পথের বাজারের ব্যবসায়ী মনজুর হোসেনের তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে গত ৫ ই আগষ্ট বিকাল সাড়ে পাঁচটায় সময় আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় দুই শতাধিক উচ্ছৃঙ্খল মানুষ দিঘলিয়া থানাধীন পথের বাজারের তন্নী হার্ডওয়্যার এন্ড তপু সেনেটারী যার মালিক মনজুর হোসেন।
তিনি গত ১৪/০৮/২০২৪ তারিখে দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। যার জিডি ট্রাকিং নং – 7Q77ZT,
জিডি নং-৪৮২. এর ডায়রি সূত্রে জানা যায় গত ৫ শ আগষ্ট বিকাল সাড়ে পাঁচটায় সময় একদল অজ্ঞাত নামা উচ্ছৃঙ্খল মানুষ লাঠি সোটা, রামদা ,কুড়াল নিয়ে দোকানের সাটার ভেঙে গত ৪৫ বছরের পুরাতন তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে এসময় হামলাকারীরা পূবালী ব্যাংক দৌলতপুর শাখার ৫ টি চেক বই যার ভেতর ৪০ টি চেক বইয়ের পাতায় সাক্ষর করা ছিল। অন্য আরেকটি সোনালী ব্যাংক দিঘলিয়া শাখার চেক বই নিয়ে যায় দুর্বৃত্তরা। শুধু লুটপাট ভাঙচুর করে ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়, প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি করে বলে সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়। গত ১৪ ই আগষ্ট দিঘলিয়া থানায় সাধারণ ডায়রি করা হলেও এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোনো জনপ্রতিনিধি উক্ত স্থান পরিদর্শন বা তদন্তে আসেনি বলে জানা যায়।