মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে সাব রেজিস্ট্রার অফিসের নতুন ভবন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে শরিফা আক্তার লাকির সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমালের সভাপতিত্বে নতুন ভবনের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি‘র সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, পৌরসভার মেয়র মোঃ মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, বেতদিঘী ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহ আব্দুল কুদ্দুস, সাব রেজিস্ট্রার অসক কুমার বসাক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সাব রেজিস্ট্রার অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।