এম আর সজিব সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ জেলার দিরাই থানার পুকিডহর গ্রামে গত বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধ ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লন্ডন প্রবাসী আরজু খান (৫০) এবং তার চাচাতো ভাই হোসেন খান সাজু (৪০) উভয় পক্ষের লেকজনের মধ্যে মারামারি ও গুলাগুলির ঘটনা ঘটে। এতে ঐ গ্রামের মৃত আলিম উদ্দিন খানের ছেলে দুলাল খান (৫০) নিহত হয় এবং উভয় পক্ষের ৭/৮ জন জখমপ্রাপ্ত হয়। এই ঘটনায় দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শহিদুল হক মুন্সী ও দিরাই থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পুকিডহর গ্রামের মৃত ময়না খার ছেলে সাবাজ খা (৪০), একই গ্রামের ছুরত খানের ছেলে ছয়ফুজ্জামান খান (২৪) এবং জগন্নাথপুর থনার চিলাউড়া গ্রামের মুক্তার মিয়ার ছেলে জানু মিয়া (২৮)কে আটক করে। এ সময় আটককৃত আসামিদের নিকটে থাকা ১টি পাইপগান, ২টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং লোহার তৈরি ২টি কিরিজ জব্দ করা হয়।
এছাড়া গত মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে মৃত আব্দুল আওয়াল চৌধুরীর ছেলে সুমন চৌধুরী (৪০) এবং মৃত ইন্তাজ উল্লার ছেলে নুনু মিয়া চৌধুরী (৬০) উভয় পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত ও গুলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০/১২ জন জখমপ্রাপ্ত হয়। এই ঘটনায় দিরাই থানা পুলিশের অভিযানে গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ১টি পাইপগান এবং ৩টি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উভয় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।