মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়ন এর আওতাধীন দীঘিনালা জোন কর্তৃক একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। ৮ সেপ্টেম্বর সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীঘিনালা কৃপাপুর পাবলাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গরীব, দুস্থ, অসহায প্রায় ৩০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি, আরএমও ডিএন জেড। চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়ে স্থানীয় জনগণ অত্যন্ত আনন্দিত হয়।
সশস্ত্র বাহিনীর গৃহীত পদক্ষেপ ডিএন জেড সফলভাবে উক্ত ক্যাম্পেইন পরিচালনা করে এবং স্থানীয় জনগণকে প্রয়োজনীয় সহায়তা ও সমর্থন প্রদান করে।