ঢাকাThursday , 25 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালা বোয়ালখালী বাজারে মানসিক ভারসাম্যহীন যুবকের হাতে পাহাড়ি শিক্ষার্থী স্পর্শকারী অভিযুক্ত আটক।

দেশ চ্যানেল
September 25, 2025 2:28 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে এক মানসিক ভারসাম্যহীন বাঙালি যুবকের হাতে এক পাহাড়ি স্কুলছাত্রীর গায়ে হাত দেয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনায় স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালখালী বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ করে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর গায়ে স্পর্শ করেন। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার পরপরই দীঘিনালা জোনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি সমাধানের জন্য দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি), বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়। দুই পক্ষকে অভিভাবকসহ বাজার কমিটির কার্যালয়ে হাজির করা হলে সিসিটিভি ফুটেজে দেখা যায়, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইচ্ছাকৃতভাবেই শিক্ষার্থীর গায়ে হাত দেন। এরপর অভিযুক্ত মো. রাজ্জাক মিয়া (৫০), পিতা মৃত সিরাজুল ইসলাম, গ্রাম জামতলি, ইউনিয়ন মেরূং, দীঘিনালা কে আটক করে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

পাহাড়ি ও বাঙালি দুই সম্প্রদায়ের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দীঘিনালা জোন সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সাম্প্রদায়িক শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

এদিকে গতকাল খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অংম্রাচিং মারমা ধর্ষণের ঘটনায় আটক শয়ন শীল কে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST