মোঃরিপন রেজা স্টাফ রিপোর্ট নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলনাহার(২৬)নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।শুক্রবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত গোলনাহার একই গ্রামের মৃত রহিম মিয়ার মেয়ে এবং রিপন মিয়ার স্ত্রী।আট বছর পূর্বে রিপন মিয়ার সঙ্গে গোলনাহারের বিবাহ হয়।প্রায় সময়ই তাদের সংসারে ঝগড়া বিভাদ লেগেই থাকতো।নিহত গৃহবধু দুই সন্তানের জননী।ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালদী ফাড়ির ইনসপেক্টর (আইসিটি)আতাউর রহমান।তিনি জানান- শুক্রবার রাত প্রায় ১০টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী পূর্বপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় মুরগি রান্না করতে গিয়ে গৃহবধুর সাথে বাক-বিতণ্ডতার এক পর্যায়ে ঝগড়া বাধে তার স্বামী ও দেবর আরিফের সঙ্গে।এ সময় গৃহবধু গোলনাহারকে তারা মারপিট করলে সে আহত হয়।পরে আশপাশের লোকজন উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশের এই কর্মকর্তা বলেন-এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।কাউকে এখনো আটক বা গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্তসহ ব্যবস্থা গ্রহণ করা হবে।