জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনের দুদিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু।সোমবার ৮ জানুয়ারি বেলা ১২টার দিকে ভারত ও ভুটান দিয়ে পণ্যবাহী ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ শুরু করেন।বাংলাবান্ধা এলসি স্টেশনের রাজস্ব কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম বিষয় নিশ্চিত করেন।কাজী শরিফুল ইসলাম জানান,আগামী ৬ ও ৭ জানুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
তিনি আরোও বলেন,দুইদিন সরকারি ছুটি শেষে আজ সোমবার ৮ জানুয়ারি থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হয়েছে। এদিে ক বন্দরের সকল কার্যক্রম শুরু হওয়ায় ফিরে এসেছে কর্মচাঞ্চলতা।