মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:
রাজশাহী দুর্গাপুর উপজেলায় কাঁচুপাড়া ফুটবল একাডেমির আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ মে) বিকাল সাড়ে ৪ টার সময় কাঁচুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য ও বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী জার্জিস হোসেন সোহেল।
এ সময় প্রধান অতিথি জার্জিস হোসেন সোহেল তার বক্তব্যে বলেন, মরহুম আরাফাত রহমান কোকোর নাম ক্রীড়াঙ্গনে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বাংলাদেশের উদীয়মান তরুণ খেলোয়ারদের মনে চির অম্লান হয়ে থাকবেন। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের পতনের পর আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় ও আয়োজকদের ধন্যবাদ দেন তিনি।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সদস্য রেন্টু সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।