রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পুষ্পার্ঘ্য অর্পন শেষে উপজেলা ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, অফিচার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, আ‘লীগ নেতা আব্দুল হান্নান বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
এছাড়া উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফিক এর সঞ্চালনায় সভাপতি ওসমান গণি তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মানু মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আ‘লীগ নেতা আব্দুল হান্নান, সাদ্দাম আকঞ্জি, বিপ্লব মজুমদার। আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশাল গণভোজের আয়োজন করা হয়। অপরদিকে সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি, বঙ্গবন্ধু পরিষদ, দুর্গাপুর প্রেসক্লাব, ঘাতক দালাল নির্মুল কমিটি পৃথক কর্মসুচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশের সকল অপশক্তি রোধে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সকলেই নতুন করে শপথ নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                