রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনগন কে সচেতন করতে নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন ওয়ার্ড পৌরসভা স্কুল কলেজ বাজার ঘাটে সচেতনতা লিফলেট ও মানুষ কে সচেতন করে চলছেন অন্তর হাজং ডেঙ্গু পরিস্থিতি শহরে খুবই ভয়াবহ তাই উপজেলা শহর গ্রাম গঞ্জে যেন এটি মারাক্তক আকার ধারন না করে তাই তিনি সচেতন করতে ছুটে চলেছেন। তার এই মহান উদ্যোগ কে অনেকেই প্রশংসা করেছেন, সাদামাটি এলাকার অটোচালক রমজান মিয়া বলেন অন্তর হাজং একজন মানবিক মানুষ তিনি বিভিন্ন সময় মানুষের বিপদে আপদে পাশে দাড়াতে চেষ্টা করেন। গুচ্ছ গ্রাম মডেল স্কুল এর সহকারী শিক্ষক সলীল হাজং বলেল, অন্তর হাজং পিছিয়ে পড়া হাজং আদিবাসী উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে চলছেন এছাড়াও হাজং ভাষা রক্ষায় গ্রামে গ্রামে গিয়ে শিশু দের নিয়ে ভাষা চর্চার কাজ করে যাচ্ছেন, সরকার যদি তাকে সহযোগীতা করেন তাহলে অন্তর আরও ভাল কাজ করবে বলে আমি মনে করি।
উল্লেখ্য অন্তর হাজং দেশের বিভিন্ন দুর্যোগে গরীব দুঃখী মানুষ দের কাছে ত্রান নিয়ে ছুটে চলা শীত কালে শীতার্ত দের শীত বস্ত্র বিতরন দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষার ফরম ফিলাপ এ আর্থিক সহায়তা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন, বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সচেতনতা মুলক কাজ করার কারনে অন্তর হাজং এখন পরিচিত নাম।